As an Amazon Associate, I earn from qualifying purchases

Rajshahi catering Event management
আসসালামু আলাইকুম,
ফ্রুটস কার্ভিং ওয়ার্কশপ (রাজশাহী বিভাগ)
খাবার সাজিয়ে পরিবেশনের সর্বাধুনিক পদ্ধতি হচ্ছে কার্ভিং। কার্ভিং ফল ও সবজি দিয়ে ফুল, পশু-পাখি, প্রজাপতি কিংবা কোনো নকশা বিশেষ নৈপুণ্যের সঙ্গে তৈরি করে এবং মূল খাবার সাজাবার জন্য ব্যবহার করা হয়।
ফল বা সবজি খোদাই করার এই শিল্প কৌশলটি এশিয়া থেকে উদ্ভূত। ফ্রুটস কার্ভিং টেবিলে অনন্য অলংকারিক উপাদান তৈরি করে অতিথিদের মুগ্ধ করতে পারে।
সারা বিশ্বে এটি ব্যাপকভাবে সমাদৃত হলেও আমাদের দেশে এখন ধীরে ধীরে আগ্রহ তৈরি হচ্ছে। যা বর্তমানে আমাদের রাজশাহীতেও পরিলক্ষিত!
একটি সাধারণ ফল বা সবজি কার্ভিংয়ের ছোঁয়ায় কীভাবে অসাধারণ হয়ে ওঠে, আধুনিক ধারায় কীভাবে পরিবেশন করতে হয়- তা রাজশাহীতে আমরা ইতিপূর্বে
শুরু করেছি।
রাজশাহীতে গত বছর থেকে
শুরু হয়েছে কার্ভিং ওয়ার্কশপ
‘ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কার্ভিং’ সম্বন্ধে সকলকে পরিচিত করে তুলতে এবারে রাজশাহীতে আসছেন,
প্রশিক্ষকঃ
ফ্রুট কার্ভিং ডিজাইনার-> আবিদা সুলতানা।
রন্ধনশিল্প-> মাহফুজুর রহমান।
(সেরা রাধুনী চ্যাম্পিয়ন- ১৪২৪ )
টাইটেল স্পন্সর এবং মিডিয়া কভারেজয়ে থাকছেন,
টাইটেল স্পন্সরঃ আল-আকসা। Al Aksha
মিডিয়া ভিডিও ও ফটোগ্রাফিঃ প্রত্যাশা মিডিয়া (মোঃ শরিফুল ইসলাম)
আয়োজনেঃ-
‘রাজশাহী ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট’ Rajshahi catering Event management
‘বিশুদ্ধ’
‘রাজশাহী হোমমেড ফুড সোসাইটি’
দক্ষ ‘কার্ভিং শিল্পী’ দের মাধ্যমে অচিরেই এই সুন্দর শিল্পটি আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে এই আশা রাখছি। আপনি আমাদের ওয়ার্কশপে আসতে চায়লে রেজিঃ করে ফেলুন……!
রেজিস্ট্রেশন চলছেঃ-
স্থান – হোটেল রয়েল রাজ, রাজশাহী
রেজিস্ট্রেশন ফি-> ৭০০ টাকা মাত্র।
রেজিঃ এর শেষ তারিখ-> ১৫ই সেপ্টেম্বর।
বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বিকাশ নাম্বার
01926627000
ওয়ার্কশপে স্পন্সর দেয়ার সুযোগ রয়েছে
আগ্রহীগণ Md. Shamiul Ahmed Shamim
সরাসরি কল করুন 01926627000
