As an Amazon Associate, I earn from qualifying purchases

আগামী ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রুট কার্ভিং ওয়ার্কশপ।
রাজশাহী ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট এর উদ্যোগে আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। এছাড়াও বিশুদ্ধ, রাজশাহী হোমমেড ফুড সোসাইটি এবার যুক্ত হয়েছেন আয়োজকের তালিকায়।
সার্বিক সহযোগিতায় রয়েছেন আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপ, বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশন, উইমেন অন্টাপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) ও নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন। এবং হেঁশেল রেস্টুরেন্ট।
এবারে ফ্রুট কার্ভিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে হোটেল রয়্যাল এন্ড কন্ডোমিনিয়ামে। আয়োজন টি নিয়ে কথা বলতে আগামীকাল বিকেল ৫.৩০ মিনিটে L STAR এ থাকছে আয়োজক ও সহযোগিতা সংগঠনের সদস্যবৃন্দ। বিশেষ লাইভ সেশন টি উপভোগ করতে চোখ রাখুন L STAR এর সামাজিক পাতায় ঠিক আগামীকাল বিকেল সাড়ে পাঁচ টায়।
